Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নগরঘাটা ইউনিয়নে সমাজ সেবার প্রধান কার্যাবলী

 

কার্যক্রম

 

সেবা

 

সেবা গ্রহনকারী

সেবা প্রাপ্তির সময়সীমা

চলমান কার্যক্রম

আর্থ সামাজিক উন্নয়ন কর্মসূচী (সুদমুক্তঋণ) 

পল্লী সমাজসেবা কার্যক্রম

পল্লী অঞ্চলের  দরিদ্র জনগণকে  সংগঠিত করে  উন্নয়নের মূল স্রোতধারায়আনয়ন, সচেতনতা বৃদ্ধি,উদ্ভূদ্ধ করণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে  প্রশিক্ষন  প্রদান।

 ৫ হাজার  হতে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষূদ্রঋণ প্রদান,  লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য  সঞ্চয় বৃদ্ধি।  

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পল্লীসমাজসেবা কার্যক্রমের কর্মদল সদস্য/সদস্যা সুদমুক্ত ঋণ  ও অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য ‘ক’  ও ‘খ’ শ্রেনিভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু  বার্ষিক  পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ; সুদমুক্ত ঋণব্যতীত অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য  ‘গ’ শ্রেণিভূক্ত  ব্যক্তি  যারমাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।  

চলমান কার্যক্রম

চলমান কার্যক্রম

 

পল্লী মার্তৃকেন্দ্র কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের  সংগঠিত করে উন্নয়নের  মূল স্রোতধারায়আনয়ন,সচতেনতা বৃদ্ধি,উদ্ভূদ্ধ করণ  এবং দক্ষতা উন্নয়নের  লক্ষ্যে  প্রশিক্ষন প্রদান। ৩ হাজার  হতে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষূদ্রঋণপ্রদান,  লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য  সঞ্চয় বৃদ্ধি।  

পল্লী মাতৃকেন্দ্রের সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য  সেবা প্রাপ্তিরজন্য ‘ক’  ও ‘খ’ শ্রেনিভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথা পিছু  বার্ষিক  পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ; সুদমুক্ত ঋণ ব্যতীতঅন্যান্য সেবা  প্রাপ্তির জন্য  ‘গ’ শ্রেণিভূক্ত  ব্যক্তি  যার মাথাপিচুবার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।  

চলমান কার্যক্রম

৩ মাস পরপর

সামাজিক নিরাপত্তা সেবাঃ

বয়স্ক ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০১১-১২ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের  জনপ্রতি মাসিক৩০০/-টাকা  হারে  প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্ট উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ  বয়সী  হত দরিদ্র মহিলা  বা পুরষ,  যার বার্ষিক গড় আয়  অনূর্ধ  ৩,০০০/-( তিন হাজার ) টাকা।

৩ মাস পরপর

চলমান কার্যক্রম

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম-

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের নিরপত্তার জন্য নির্ধারিত হারেঅসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এ জন্য ২০১১-১২ অর্থ বছরে নির্বাচিতপ্রতিবন্ধীব্যক্তিদের  জনপ্রতি মাসিক ৩০০/-টাকা হারে  প্রদান করা হচ্ছে।

৬ বছরের উর্দ্ধে  সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবাসরকার কর্তৃক  অন্য কোন ভাতা  পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগীনন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের  বার্ষিক মাথাপিছু পারিবারিকআয়২৪,০০০/-(চবিবশ হাজার) টাকার কম।

৩ মাস পরপর

৩ মাস পরপর

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমঃ

সরকার কর্তৃক নির্ধারিত  হারে  মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান। এজন্য ২০১১-১২ অর্থ বছরে  প্রত্যেক অসচ্চল  মুক্তিযোদ্ধাকে  মাসিক  জনপ্রতি২০০০/-টাকা হারে  প্রদান করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা বলতে  জাতীয়ভাবে  প্রকাশিত  ৪টি তালিকার কমপক্ষে ২টিতালিকায়  অন্তর্ভূক্ত, সশস্ত্র বাহিনী  বিভাগ ,এবং বাংলাদেশ বর্ডার গার্ড, হতে প্রাপ্ত  মুক্তিযোদ্ধা তালিকায়  যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা   মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত  মুক্তিযোদ্ধা ।

চলমান কার্যক্রম

চলমান কার্যক্রম

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা

 বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা  ব্যক্তি যিনি    সরকারকর্তৃক  সমাজের নিরপত্তার জন্য  নির্ধারিত হারে   বিধবা ও স্বামীপরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা প্রদান । এ জন্য ২০১১-১২ অর্থ বছরেনির্বাচিত    বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ব্যক্তিদের  জনপ্রতিমাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্ট উপজেলার  ১৮ বছর  বা তদূর্ধ  বয়সী  বিধবা ও স্বামী পরিত্যক্তাদুঃস্থ মহিলাদের ভাতা প্রদান; যাদের মাথাপিছু  বার্ষিক গড় আয়  অনূর্ধ  ৩,০০০/-( তিন হাজার ) টাকা।

ফোন

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষ উপবৃত্তি -

প্রাথমিক স্তর(১ম-৫ম শ্রেনি) জনপ্রতি মাসিক ৩০০/- টাকা ;

মাধ্যমিক স্তর( ৬ষ্ঠ-১০ম শ্রেণি) জন প্রতি মাসিক ৪৫০/-টাকা;

উচ্চমাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণি) জন প্রতি মাসিক ৬০০/-টাকা; উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর ) জন প্রতি মাসিক ১,০০০/-টাকা।

 

সরকার কর্তৃক অনুমোদিত  শিক্ষা প্রতিষ্ঠানে  অধ্যয়নরত  ৫ বছর বয়সেরউর্দ্ধে  প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের মাথাপিছু  পারিবারিক আয় ৩৬,০০০/-টাকার নীচে।

 

প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা

এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ

এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের ৫হাজার হতে ২৫ হাজার টাকা ক্ষূদ্রঋণ প্রদান।

এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি  যাদের বাৎসরিক আয়  ২০,০০০/- টাকার নীচে।   

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও সহয়তাঃ

সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধানঃ

 

সেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক  সংগঠনের নিবন্ধন প্রদান, ১৯৬১ সালেসেচ্ছাসেবী  সমাজ কল্যাণ  সমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের  ২(চ)ধারায় বর্নিত  সেবা মূলক  কার্যক্রমে  আগ্রহী  সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব  নিবন্ধন  ও নিয়ন্ত্রন ।

সেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক  কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি।

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড প্রদান-

১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন, স্নেহ- ভালবাসা ওআদর-যত্নের  সাথে লালন পালন  আনুষ্ঠানিক শিক্ষা। ও বৃত্তি মূলক প্রশিক্ষন  প্রদান । শারীরিক বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন , পুনর্বাসন ওস্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে  তাদের  কর্মসংস্থানের  ব্যবস্থা করা।

 বেসরকারী এতিমখানার  ৫-৯ বছর বয়সী এতিম  অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃ হীন দরিদ্র শিশুর  শতকরা  ৫০ ভাগ শিশু । 

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত  সংস্থা সমূহে অনুদান প্রদানে সহয়তা

সামাজসেবা অধিদফতর হতে নিবন্ধন প্রাপ্ত  বিভিন্ন  সেচ্ছাসেবী সংগঠন সমূহে বার্ষিক এককালীন অনুদান প্রদান।

সমাজ কল্যাণ পরিষদ থেকে সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, দরিদ্র /ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও নিবন্ধন প্রাপ্ত   সাধারণ সেচ্ছাবেী   সংস্থা সমূহ। 

উপজেলা সমাজসেবা অফিসার,

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক